শীতে রাত কিংবা দুপুর জমাবে আচারি বিফ খিচুড়ি

ছবি- সংগৃহীত।

প্রচণ্ড শীত হলো খিচুড়ি খাওয়ার উপযুক্ত সময়। আর এখন বাইরে হিমশীতল বাতাস, এই কনকনে ঠাণ্ডায় ধোয়া ওঠা খিচুড়ির সঙ্গে যদি গরুর মাংসের ভুনা থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। তাই দুপুরে কিংবা রাতে পাতে রাখতে পারেন আচারি বিফ খিচুড়ি। চলুন জেনে নেয়া যাক এর রন্ধন প্রনালী।

উপকরণ:

১. হাড়সহ গরুর মাংস দেড় কেজি

২. মুগ ও মশুর ডাল এক কাপ

৩. চাল ১ কেজি

৪. হলুদ গুঁড়া ১ চা চামচ

৫. সরিষার তেল ১ কাপ

৬. ধনে গুঁড়া আধা চা চামচ

৭. জিরা গুঁড়া আধা চা চামচ

৮. লবণ স্বাদমতো

৯. গরম মসলা ১ চা চামচ

১০. শুকনো মরিচ ১ চা চামচ

১১. আম বা জলপইয়ের আচার ১ কাপ

১২. কাঁচামরিচ ইচ্ছামতো

১৩. পেঁয়াজ কুচি ১ কাপ।

১৪. তেজপাতা ২টা

আরো পড়ুন:
>বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন স্মরণে, ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
>দিনাজপুরে মিলছে গ্র্যাজুয়েট চা

রন্ধন পদ্ধতি:

প্রথমে মাংস ছোট করে কেটে সব মসলা দিয়ে কষিয়ে রান্না করে নিন। মাংস অবশ্যই ভালো করে ভুনা করতে হবে। সবশেষে পছন্দের আচার দিয়ে নেড়ে নামিয়ে নিন। এরপর মুগ ডাল ভেজে চাল ও ডাল ধুয়ে নিতে হবে।

অন্য একটি পাত্রে সরিসার তেল দিয়ে তাতে চাল ও ডালসহ বাকি সব মসলা দিয়ে ভেজে নিন। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করুন খিচুড়ি। কিছুটা রান্না হয়ে এলে এর সাথে মিশিয়ে দিন আগে থেকে রান্না করে রাখা মাংস এর সাথে মিশিয়ে দিয়ে দমে ১৫ মিনিট দমে রাখুন। এর পর খিচুড়ি রান্না শেষে হলে গরম গরম পরিবেশন করুন আচারি বিফ খিচুড়ি। এর সঙ্গে আচার ও সালাদ পরিবেশন করতে পারেন।

জানুয়ারি ১৮.২০২৩ at ১০:১৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর