বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন স্মরণে, ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুড়িগ্রামে ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন স্মরণে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর কম্বল বিতরণ হয়েছে। ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নে শীতার্ত মানুষকে শুভানুধ্যায়ী স্থপতিদের উষ্ণতা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, স্বেচ্ছাসেবক সজল পোদ্দার, স্বাধীন সরকার, জাকারিয়া বাঁধন, আব্দুল মান্নান, জাহিদ হাসান, শাহীন আলম, শ্রী ধনেশ চন্দ্র, জোবায়ের আলম প্রমূখ।

কম্বল পেয়ে খুশি আত্মহারা হয়ে জয়নাল আবেদীন (৮০)জানান, যে জার (ঠান্ডা) পড়ছে তা তো থাকায় যায় না, মোক (আমাকে)যাই (যিনি) কম্বল কোনা দিছে তাক(তাকে) আল্লাহ ভালে রাখুক, এলা (এখন)শান্তিতে নিন্দ(ঘুম )পাইরব্যার পামো(পারতে পারব)।

আরো পড়ুন:
>দিনাজপুরে মিলছে গ্র্যাজুয়েট চা
>ভয়াবহ তুষারপাতে আফগানিস্তানে ২০ জনের মৃত্যু

স্বেচ্ছাসেবক সজল পোদ্দার জানান, প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ও স্বেচ্ছাসেবী কাজে সর্বদা প্রস্তুত টিম গ্ৰীন ভয়েস। গ্রীন ভয়েস এর রংপুর বিভাগীয় সমন্বয়ক মুনসাফা তৃপ্তি এবং প্রধান সমন্বয়ক আলমগীর কবিরের নেতৃত্বে দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জানুয়ারি ১৮.২০২৩ at ১১:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর