ক্ষেতলালে অগ্নিকান্ডের ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধা মহিলা 

জয়পুরহাটের ক্ষেতলালে অগ্নিকান্ডের ঘটনায় দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা।

স্থানীয়সূত্রে জানা যায় ১৭ই (জানুয়ারি) মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় উপজেলার খাড়িতা গ্রামের বাবু শেখের বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। বাড়ির সবাই ঘর থেকে বের হলেও আটকা পড়ে বাবুর ৭০ বছরের বৃদ্ধা মা রোকেয়া বেগম। এসময় জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করেন গ্রামের কিছু মানুষ জন।

পরে খবর পেয়ে ক্ষেতলাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তারা। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই পরিবারের ২ থেকে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী রোকেয়া বেগম।

আরো পড়ুন:
>জুয়া খেলার সময় কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭
>পাইকগাছায় ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

এঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন, বড়তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন,স্থানীয় ইউপি সদস্য জাকারিয়া হোসেন প্রমুখ।

জানুয়ারি ১৭.২০২৩ at ২০:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর