মদন থানার পতিত জমিতে পুলিশের সবজি চাষ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী কৃষি বিপ্লবের অংশ হিসেবে কৃষকদের উৎসাহ প্রদানের লক্ষ্যে নেত্রকোনার মদন থানা ভবনের পতিত জমিতে সবজি চাষ করা হয়েছে। এ ধরনের উদ্যোগে এখন থানায় শোভা পাচ্ছে শীতকালীন সবজির গাছ।

এতে বদলে গেছে থানা চত্বরের দৃশ্যপট। চিরচেনা এ সবুজ দৃশ্য থানায় সেবা নিতে আসা মানুষকে সবজি চাষে আগ্রহ বাড়াচ্ছে এবং তারা বসতবাড়ির পতিত জমিতে সবজি চাষে আগ্রহী হচ্ছেন। থানা সূত্রে জানা গেছে, করোনাকালে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে ‘এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে’ – প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর ওসি তাওহীদুর রহমান থানার পতিত জমিতে এ সবজি ক্ষেত গড়ে তোলেন। এতে অর্গানিক পদ্ধতিতে বিভিন্ন শাক-সবজি চাষ করা হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, চারদিকে ইট পাথরে ঘেরা চত্বরে ফসলের মাঠ। সেখানে শিম, বেগুন, মরিচ, লাউ, মুলা, লালশাক, ডাটাশাক, পুঁইশাক, পেঁপেসহ প্রায় ১২ রকমের শাক সবজি রয়েছে। ওসি ও থানার পুলিশ সদস্যদের পরিচর্যায় ছোট চারা বেড়ে উঠছে। প্রতিদিন সূর্য ওঠার পর ওসির সাথে পুলিশ সদস্যরা ছুটে আসেন সবজি ক্ষেতে। ক্ষেতে পানি দেয়া, আগাছা পরিষ্কার, নিড়ানি দেয়াসহ নানারকম পরিচর্যা করেন তারা।

আরো পড়ুন :
>প্রশ্নফাঁসে ১০ বছরের সাজার বিধান রেখে আইন পাস
>ঝিনাইদহে সিটিজেন ফোরামের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কৃষকদের বাড়ির আঙিনাসহ পতিত জায়গা খালি না রেখে সবজি চাষ করার আহ্বান জানিয়ে থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুয়ায়ী মাননীয় পুলিশ সুপার, নেত্রকোনা জনাব মো. ফয়েজ আহমেদ স্যারের দিক নির্দেশনায় থানার পতিত জমিতে শীতকালীন সবজি চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষমুক্ত এসব সবজি বাজারের তুলনায় অনেক ভাল। তিনি আরও বলেন, আন্তরিকতা থাকলে দেশের সকল সরকারি-বেসরকারি সব অফিসের পতিত জমিতে এমন সবজি বাগান গড়ে তোলা সম্ভব।

জানুয়ারি ১৬.২০২৩ at ২০:১১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর