৬ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জের একতারপুর এলাকায় লাইনচ্যুত নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধারকাজ শেষ হয়েছে।

ফলে সাড়ে ৬ ঘণ্টা পর রোববার রাত আড়াইটার দিকে খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান শেখ জানান, রোববার রাত ১২টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে।

আরো পড়ুন:
> শিবগঞ্জে হনুমান দেখার কথা বলে সহপাঠী ডেকে নিয়ে খুন
> ভক্তকে কষে চড় মারলেন শ্রাবন্তী!

আড়াই ঘণ্টা চেষ্টার পর উদ্ধারকাজ শেষ হয়। ফলে রাত আড়াইটা থেকে সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। নকশীকাঁথা ট্রেনের ম্যানেজার মোহাম্মদ শাহীন হোসেন জানান, রোববার রাত ৮টার দিকে কালীগঞ্জ ও কোটচাঁদপুরের মধ্যে একতারপুর এলাকায় বাম্পার ভেঙে ট্রেনের চাকাসহ একটি বগি লাইনচ্যুত হয়। এর পর উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।

বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

জানুয়ারি ১৬, ২০২৩ at ১৬:৪৩:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস