ইবিতে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে জেলা সাম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারী) বিকাল ৩ টায় ডায়েনা চত্বরে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহা. আল আমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ২০২২ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৩ সেশনের কমিটির নাম ঘোষণা করেন। যেখানে সভাপতি আল আমিন , সহ-সভাপতি- সাইফুর রহমান চুন্নু শিকদার, সাধারণ সম্পাদক- ইসমাইল হোসেন রাহাত ।

অনুষ্ঠিনটিতে সংগঠনের সাধারণ সম্পাদক মুহা. নাঈম মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা সভাপতি নাঈম উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ইসলামী শাসনব্যবস্থা ছাড়া ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গঠন করা সম্ভব নয়, তাই ভারসাম্য পূর্ণ অর্থনীতি, কল্যাণ মুখী রাজনীতি ও ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই। তিনি আরো বলেন, প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা চর্চা বাধ্যতামূলক করতে হবে। অপরাজনীতির পতন ঘটাতে হবে।

আরো পড়ুন:
>এসএসসি পাসে ডাক বিভাগে কাজের সুযোগ
>কয়লা সংকটে রামপালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ
>৬ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

বিশেষ অতিথি হিসেবে নাঈম উদ্দীন বলেন, ছাত্রদেরকে আগামী জাতির নেতৃত্ব দিতে। অতএব, দেশ, জাতির দুঃখ সম্পর্কে সচেতন থাকতে হবে।

জানুয়ারি ১৬.২০২৩ at ১১:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর