৬ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

ছবি- সংগৃহীত।

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) সকালে এ ভূমিকম্প আঘাত হানে।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার জানায়, ভূমিকম্পটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার বা ৪৯ দশমিক ৭০ মাইল গভীরে ছিল।পূর্ব জাভা দ্বীপের মালাং শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে ওই ভূমিকম্পটি আঘাত হেনেছে। এখনও পর্যন্ত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন:
>আফগানিস্তানে সাবেক নারী আইনপ্রণেতাকে নিজ বাড়িতে গুলি করে হত্যা
>ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদ উদ্বোধন

ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং এটি বেশ কিছুক্ষণ ধরে স্থায়ী হয়েছে। কথিত ‘রিং অব ফায়ার’ (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা)-এর ওপর ছড়িয়ে থাকা ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। এর আগে ২০১৮ সালে সুলায়েশি দ্বীপের পালুতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৪ হাজার তিনশোর বেশি মানুষ মারা যায় বা নিখোঁজ হয়েছিলো।

জানুয়ারি ১৬.২০২৩ at ১০:৪১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর