নেপালে বিমান বিধ্বস্ত, নিহত ৪২

ছবি- সংগৃহীত।

নেপালের পোখরায় ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হবার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রবিবার (১৫ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। কাস্কি জেলার পোখারায় বিধ্বস্ত হয় বিমানটি। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর-বিবিসির

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা জানিয়েছেন, প্লেনটি অবতরণের সময় এতে আগুন ধরে যায়। বিধ্বস্ত হওয়া প্লেনটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। বিমান দুর্ঘটনার পরপরই দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কুমার দাহাল জরুরী বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া তিনি নিরাপত্তা রক্ষায় নিয়োজিত কর্মীসহ সাধারণ মানুষকে উদ্ধারকাজে সহযোগিতার আহ্বান জানান।

আরো পড়ুন:
>বীরগঞ্জে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
>চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালিসিস মূল্যবৃদ্ধি আত্মঘাতি ও বাতিল করার দাবি

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ইয়েতি এয়ারলাইনস বা নেপাল সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। তবে রয়টার্সের খবরে ফ্লাইট ট্রাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর বরাত দিয়ে ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের বিস্তারিত জানানো হয়েছে। খবরে জানানো হয়, বিখ্যাত বিমান প্রস্তুতকারক সংস্থা ইতালির লিওনার্দো ও বহুজাতিক সংস্থা এয়ারবাসের তৈরি বিধ্বস্ত এ বিমানটি ১৫ বছরের পুরোনো ছিল।

জানুয়ারি ১৫.২০২৩ at ১৪:০১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ