ঝিনাইদহে পৃথক বাইক দুর্ঘটনায় নিহত ৩

ট্রাক চাপায় দুজনের এবং বাসের চাপায় একজনের প্রাণ যায়। ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে।

শনিবার সকালে সদর উপজেলার কয়ারগাছি ও শৈলকুপা উপজেলার মুড়োতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া মনোহরপুর গ্রামের রবিউল ইনলামের ছেলে শাকিল হোসেন (২২), একই গ্রামের মিতুল বিশ্বাসের ছেলে রাকিব হোসেন রকি (২১) ও শৈলকুপা উপজেলার পদমদী গ্রামের সোহরাব বিশ্বাসের ছেলে তুষার বিশ্বাস (৩৫)।

আরো পড়ুন:
> পুরান ঢাকায় সাকরাইনের আমেজ
> দৌলতপুর বিএনপি নেতার অফিসে ডিবির অভিযান, ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, সকালে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া মনোহরপুর গ্রাম থেকে মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন শাকিল হোসেন ও রাকিব হোসেন রকি। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার কয়ারগাছি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে উপজেলার মুড়োতলা এলাকায় ঢাকা থেকে আসা গোল্ডেন লাইন পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তুষার বিশ্বাস গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বাসটি আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

জানুয়ারি ১৪, ২০২৩ at ১৫:৪৬:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস