ভোলায় ১২০ পিচ ইয়াবাসহ যুবক আটক

ভোলায় ১২০ পিচ ইয়াবাসহ মো. সাইফ হাসান রুহিন (২৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামী মো. আতিকুর ইসলাম ওরফে বাবু পালিয়ে যায়। শুক্রবার (১৩ জানুয়ারী) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. এনায়েত হোসেন এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ভোলা পৌর শহরের ৭ নং ওয়ার্ডের নুর মসজিদ সড়কের পলাতক আসামী আতিকুর ইসলাম ওরফে বাবু’র বসত ঘরের ডাইনিং রুম থেকে মো. সাইফ হাসান রুহিনকে আটক করা হয়। আটককৃত মো. সাইফ হাসান রুহিন ভোলা সদর থানার পৌরসভা ৮ নং ওয়ার্ডের চর জংলা খান প্লাজার মো. মজিবুল হকের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. এনায়েত হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) (নি.) মানিকলাল হালদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভোলা পৌর শহরের ৭ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে নুর মসজিদ সড়কের পলাতক আসামী আতিকুর ইসলাম ওরফে বাবু বসত ঘরের ডাইনিং রুম থেকে মো. মো. সাইফ হাসান রুহিন নামের এক যুবককে ১২০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

আরো পড়ুন:
>বেনাপোল দিয়ে দেশে ফিরল শিশুসহ ৫ বাংলাদেশি
>পুরান ঢাকায় পালিত হবে সাকরাইন উৎসব

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামী মো. আতিকুর ইসলাম ওরফে বাবু পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে আটককৃত আসামী মো. সাইফ হাসান রুহিনকে আদালতে সোর্পদ করা হয়েছে।

জানুয়ারি ১৩.২০২৩ at ২০:৩৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর