‘ইস!’ – কথাটার ইংরেজি অনুবাদ কী?

বাংলা ভাষায় “ইস” শব্দটি সবার‌ই পরিচিত। আবেগ, অনুভূতি তথা আক্ষেপ, আফসোস, হতাশা, দুঃখ, বেদনা, আনন্দ, বিশেষ উত্তেজনা ইত্যাদির প্রকাশ করতে এই শব্দটি ব্যবহার হয়ে থাকে।

ইস এর ইংরেজি অনুবাদ:

Oh!
Ah!
Aha!
Alas!
Uff!
Yum!
Oops!
Ouch!
Ish!
Dictionary of Interjections

(এখানে এরকম আরো অনেক উদাহরণ পাওয়া যায়।)

উদাহরণ স্বরূপ:

ইস! কী সুন্দর দৃশ্য!
ইস! হাতে খুব ব্যাথা পেয়েছি!
ইস! খাবারটি খেতে খুব মজা হয়েছে!
ইস! যদি আবার গ্ৰামে যেতে পারতাম!
ইস! এটা আমার, তোমায় দেবো না!
ইস! কালকেই দেখলাম লোকটাকে, আজ শুনি মারা গেছেন! ইত্যাদি।

আরো পড়ুন :
>টঙ্গীর তুরাগ নদের তীরে, বিদেশি মেহমানসহ কয়েক লাখ মুসলিমের জমায়েত
>মাত্র ১ টাকায় রোগী দেখেন শিক্ষকের মেয়ে ডা. সুমাইয়া!

জানুয়ারি ১২.২০২৩ at ১৩:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দড/এমএইচ