সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী

ছবি- সংগৃহীত।

একাদশ জাতীয় সংসদের উপনেতা হচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সংসদ উপনেতার পদটি শূন্য হয়। গত বছরের ১১ সেপ্টেম্বর তিনি মারা যান।

একটি দায়িত্বশীল সূত্রে জানা যায়, আজ বিকালে অনুষ্ঠিতব্য সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সংসদ উপনেতার শূন্য পদ পূরণের বিষয়ে প্রস্তাব আনতে পারেন। সেক্ষেত্রে চলতি সংসদ অধিবেশনেই সংসদ উপনেতার শূন্য পদে মনোনয়ন পেতে পারেন বর্ষীয়ান রাজনীতিবিদ মতিয়া চৌধুরী।
সংসদীয় আইন অনুযায়ী সংসদ উপনেতা নিয়োগে বাধ্যবাধকতা নেই।

বিএনপি তাদের সময়ে এ পদে কাউকে মনোনীত করেনি। তবে আওয়ামী লীগ বরাবরই তাদের সিনিয়র কোনো নেতাকে দিয়ে এ পদটি অলঙ্কৃত করেছে। ২০০৯ সালে ক্ষমতায় এসে প্রথমে জিল্লুর রহমানকে সংসদ উপনেতা নির্বাচিত করে আওয়ামী লীগ। তিনি ৯৬ আমলেও দায়িত্বে ছিলেন।

আরো পড়ুন:
>এক কুকুরের দাম উঠল ২০ কোটি রুপি!
>টঙ্গীর তুরাগ নদের তীরে, বিদেশি মেহমানসহ কয়েক লাখ মুসলিমের জমায়েত

পরে তিনি শপথ নেন রাষ্ট্রপতি হিসেবে। সংসদ উপনেতা হন সাজেদা চৌধুরী। টানা তিন মেয়াদে আওয়ামী লীগের ক্ষমতায় তিনি ছিলেন সংসদ উপনেতা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুতে শূন্য হয় পদটি।

জানুয়ারি ১২.২০২৩ at ১১:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর