মনিরামপুরে ইজিবাইকের ইঞ্জিনে চাদর পেচিয়ে শিশুকন্যা নিহত

ফাইল ছবি।

যশোরের মনিরামপুরে ইজিবাইকের ইঞ্জিনে চাদর পেঁচিয়ে ফাঁস লেগে মারিয়া খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার ঢাকুরিয়া তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারিয়া ঢাকুরিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।

আরো পড়ুন:
> পত্নীতলায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত
> যশোর চেম্বারের নির্বাচনের রায় রোববার

সে স্থানীয় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। জানা গেছে, একই গ্রামের ওকিল উদ্দিন (মনু কুদা) ছেলে মফিজুর রহমান এর ইজিবাইকে করে পার্শ্ববর্তী ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাবার সময় ঢাকুরিয়া-কুয়াদা সড়কের পথিমধ্য ঢাকুরিয়া তালতলা মোড়ে গেলে এ ঘটনা ঘটে। মারিয়া ইজিবাইরেক ভেতরে বসে ছিলো।

এসময় তার গায়ের চাদর ইজিবাইকের ইঞ্জিনে জড়িয়ে যায় এবং গলায় ফাঁস লেগে তার মৃত্যু ঘটে। তার পরিবার ও স্থানীয়রা জানান, মফিজুর প্রতিদিন ভাড়া চালাতে যশোরে যায়। মফিজুর ও শিক্ষার্থীর বাড়ি একই জায়গায় হওয়ায় প্রায়ই মফিজুরের বাইকে তারা স্কুলে যায়। মণিরামপুর থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই সালমা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানুয়ারি ১১, ২০২৩ at ২১:২৪:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস