যশোরে ৩৯টি সহ দেশে ২ হাজার ২১০ প্রাথমিক বিদ্যালয় পাচ্ছে দুই লাখ টাকা করে

ছবি: সংগৃহীত

দেশের ২ হাজার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দুই লাখ টাকা করে দেয়া হবে। এই অর্থ দিয়ে ‍বিদ্যালয়গুলোর ছোটখাট মেরামত সম্পন্ন করতে বলা হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পাওয়া বিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, এই মেরামত কার্যক্রম বিদ্যালয় ম্যানেজিং কমিটির মাধ্যমে সম্পন্ন করতে হবে। কাজ শুরুর পূর্বে অবশ্যই উপজেলা প্রকৌশলী কর্তৃক মেরামত কাজের প্রাক্কলন প্রস্তুত করে উপজেলা শিক্ষা কমিটির অনুমোদন নিয়ে মেরামত কাজ সম্পন্ন করতে হবে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার, সংশিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসি-কে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।

আরো পড়ুন:
> ঝিকরগাছার নওয়ালী নবারুণ বালিকা বিদ্যালয়ের মিটিংয়ে দুই পক্ষের সংঘর্ষ, ৮জন আহত
> মিরপুরের উইকেটের প্রশংসায় মাশরাফী-সাকিব

অর্থ বরাদ্দ পাওয়া বিদ্যালয়ের তালিকা দেখতে ক্লিক করুন এখানে

জানুয়ারি ১১, ২০২৩ at ১৯:৪৯:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস