কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১৯টি বিভাগের ক্রিকেট দল নিয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩। বুধবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

পরিসংখ্যান বিভাগের সঙ্গে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ম্যাচ দিয়ে শুরু হয় এ টুর্নামেন্ট। এতে প্রথমে ব্যাট করে ১০ ওভারে ১৩২ সংগ্রহ করে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ। পরে ১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮৭ রান তুলতে পারে পরিসংখ্যান বিভাগ। ৪৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আইনুল হক।

আরো পড়ুন:
>১৮ জেলায় অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ
>হরিণাকুণ্ডুর গুনী শিক্ষক ফারুকুজ্জামান ফারুকের দাফন সম্পন্ন

এ সময় দুই দলের খেলোয়াড় ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানুয়ারি ১১.২০২৩ at ১৮:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ