কুবি রোভার স্কাউটের দায়িত্ব হস্তান্তর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউটস গ্রুপের ২০২২-২৩ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সিনিয়র রোভারমেট (এসআরএম) হিসেবে মনোনীত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম ও গার্ল-ইন- সিনিয়র রোভারমেট পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা বিথী।

মঙ্গলবার ( ১০ জানুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী স্বপ্নচূড়া রিসোর্টে বার্ষিক ডে- ক্যাম্প ও দায়িত্ব হস্তান্তর-২০২৩ অনুষ্ঠানের মাধ্যমে নয়া কমিটির নাম ঘোষণা করেন কুবি ইউনিটের রোভার স্কাউট লিডার ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিন।

কমিটিতে রোভারমেট হিসেবে মনোনীত হয়েছেন সাইদুল ইসলাম সিফাত, ইমাম হোসেন, মো. নূরুল হক। সহকারী রোভারমেট হিসেবে রয়েছে, মো. মহি উদ্দিন, মো. ইয়ামিন ভূঁইয়া, মো. তোফাজ্জল হোসেন ও মো. হাসান।

এছাড়াও গার্ল-ইন রোভারমেট হিসেবে মনোনীত হয়েছেন মাহবুবা মাহা, রোকেয়া আক্তার, ইয়ামিন আখন্দ (রোজা)। সহকারী গার্ল-ইন রোভারমেট হিসেবে রয়েছেন নাসরিন আক্তার, চাঁদনী আক্তার, সুমাইয়া জান্নাত ও শারমিন আক্তার লাকি।

আরো পড়ুন:
>ভূঞাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩, আহত ৫
>বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করে: কাদের

রোভার ইমাম হোসেন ও রোভার মাহবুবা মাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা রোভারের সম্পাদক মাইনুদ্দিন খন্দকার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটসের কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের গার্ল- ইন রোভার স্কাউট সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। কুমিল্লা জেলা রোভার লিডার মো. দিদারুল হক রিমন এবং বাংলাদেশ স্কাউটসের প্রকাশনা উপ-কমিটির সদস্য মো. মহিউদ্দিন লিটন।

উল্লেখ্য, এই কমিটির ১ বছর দায়িত্ব পালন করবে।

জানুয়ারি ১১.২০২৩ at ১৬:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ