ভূঞাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩, আহত ৫

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেন অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (১১ জানুয়া‌রি) দুপুর ১২টার দিকে তারাকা‌ন্দি-বঙ্গবন্ধু সেতু রেললাইনের উপজেলার ফলদা ইউ‌নিয়নের ঘোনাপাড়া- ঢেপাকা‌ন্দি এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু সেতু থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৫৪ নং লোকাল কম্পিউটার ট্রেনটি ফলদা ঘোনাপাড়া অরক্ষিত রেল ক্রসিং এর এখানে আসলে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে প্রায় ২০০ মিটার পর্যন্ত দূরে নিয়ে যায়। এতে ছিটকে পড়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছে। আহত অবস্থায় শিশু সহ পাঁচজনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। বাকি পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য টাংগাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে আগতেরিল্ল্যা গ্রামের সঞ্জাবআলীর দেড় বছরের কন্যা শিশু জান্নাতি, আলমগীরের স্ত্রী লাবনি (২৫)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন নাসির উদ্দিন (৪৫) পিতা: মৃত মোসলেম উদ্দিন, হুমায়ুন (৪০) পিতা: তুলা মিয়া, সালেহা (৪০) স্বামী: সঞ্জাব আলী।

আরো পড়ুন:
>বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করে: কাদের
>বিরামপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
>মদনে বন্যায় ক্ষতিগ্রস্ত বিয়াশি গুচ্ছ গ্রামবাসীর মানবেতর জীবন যাপন

আরও অজ্ঞাত দুইজনের পরিচয় জানা যায়নি। তবে হতাহতরা সকলেই ফলদা ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়। এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে এক শিশুসহ মোট তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানুয়ারি ১১.২০২৩ at ১৬:৩১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ