Miss আর mts-এর মধ্যে পার্থক্য কী?

ছবি- সংগৃহীত।

Miss নারীদের নামের সাথে সম্মানজনক টাইটেল হিসেবে ব্যবহার করা হয়। সাধারণত অববাহিতা নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হলেও , যে কোনো বয়সেরই হোক না কেন, সিঙ্গেল মহিলাদের মিস বলে অভিহিত করা হয়। ইংরেজি স্কুলের টিচারদেরও ছাত্রছাত্রীরা মিস সম্বোধন করে।

Ms অথবা Ms. টাইটেল দ্বারা বিবাহিতা-অবিবাহিতা সবাইকে সম্বোধন করা যায়। শব্দটির উৎপত্তি হয়েছে প্রাচীন Mistresses থেকে। ব্রিটেনে Ms এর সঙ্গে ফুলস্টপ দেওয়া হয় না। আমেরিকা কানাডায় ফুলস্টপ দিয়ে লেখা হয়।

Mts. ইংরেজি ভাষা থেকে উৎপন্ন কোন শব্দ নয়। মোসাম্মৎ টাইটেল হিসাবে ইংরেজিতে লেখা হয়ে থাকে।

‌সম্পাদনা: জনাব, জনাবা, মোসাম্মৎ, বেগম, হাজী, আলহাজ্ব, শ্রী, শ্রীশ্রী, শ্রীমান, শ্রীমতি, মহাশয়, মহাশয়া, মহামান্য, মিস্টার, মিসেস, হিজ হাইনেস, হিস/হার মাজেস্টি, ইয়োর অনার, হিস হলিনেস, হিজ এক্সিলেন্সি…এ ধরনের টাইটেলগুলো সম্মানসূচক, ইংরেজিতে বলে honorific.

জানুয়ারি ১১.২০২৩ at ১৪:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ

আরো পড়ুন:
>অভয়নগরে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা
>শীতে কোনটি সেরা, নিয়মিত গোসল নাকি অনিয়মিত