যশোরের বেনাপোল সীমান্তে ৩কেজি ৩৫৩ গ্রাম ওজনের ছটি স্বর্ণের বার জব্দ

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে বেনাপোল সীমান্তের দৌলতপুর ইছামতী নদীর তীরে কাদায় পাচারকারীদের ফেলে দেয়া ব্যাগ থেকে ওই স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের ইছামতী নদীর তীরে অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন এক যুবক সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয়।

আরো পড়ুন:
>যশোরের মৎস্য সমিতির সভাপতিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা
>গণঅবস্থান থেকে নতুন কর্মসূচি আসছে: লক্ষ্য বড় জমায়েত

এতে ওই যুবক বেনাপোল সীমান্তে একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যান। পরে ওই ব্যাগ থেকে দুই কোটি ৬২ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা ওই স্বর্ণ ট্রেজারিতে হস্তান্তর করা হবে।

জানুয়ারি ১১.২০২৩ at ১০:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর