ভূল্লীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী আটক

ছবি : প্রতিকি

ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী থানায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ জানুয়ারি) বিকালে ভূল্লী থানার ১৮ নং শুখানপুকুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা পাথরাজ নদীর ব্রিজ শ্মশান ঘাট নামক স্থান থেকে গোপন সংবাদের ভিক্তিতে ওসি একেএম আতিকুর রহমান এর নেতৃত্বে আলাল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

আটককৃত আলাল ইসলাম (২২) পূর্ব শুখানপুকুরী জাঠিভাঙ্গা গ্রামের রহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং সোমবার সকালে ঠাকুরগাঁও আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আরো পড়ুন:
>হোয়াটসঅ্যাপের নতুন চমক, চলবে ইন্টারনেট ছাড়াই
>কাজিপুরের বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় আধুনিকায়নের অঙ্গীকার
>বটিয়াঘাটার হাটবাটি সেটেলমেন্ট অফিসের গনসংযোগ সভা অনুষ্ঠিত

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিক্তিতে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী আলাল ইসলামকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

জানুয়ারি ০৯.২০২৩ at ১৯:৩৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর