যশোরে ইয়াবা বেচাকেনার অভিযোগে বিক্রেতা গ্রেফতার

রাতে কৌশল নিয়ে ইয়াবা বেচাকেনার অভিযোগে শহিদুল ইসলাম নামে এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর (কচাতলা) গ্রামের মকবুল হোসেনের ছেলে। নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা রোববার ৮ জানুয়ারী গভীর রাত আনুমানিক ১২ টায় তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত শহিদুলের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মারামারিসহ ৩টি ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা রয়েছে। নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে,রোববার ৮ জানুয়ারী রাতে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের একটি টহলটিম রুপদিয়া বাজারে অবস্থানকালে রাত আনুমানিক সাড়ে ১১ টায় গোপন সূত্রে খবর পান সদর উপজেলার জিরাট রেলক্রসিংয়ের দক্ষিণ পাশের মেইন রাস্তার বাম পাশে কতিপয় ব্যক্তি অবস্থান নিয়ে ইয়াবা বেচাকেনার করছে।

আরো পড়ন:
> একটানা সাড়ে ১৩ হাজার কিলোমিটার উড়ে বিশ্বরেকর্ড গডউইট পাখির
> তৌহিদের ব্যাটে মাশরাফিদের হ্যাটট্রিক জয়

উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালো পুুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ইয়াবা নিয়ে অবস্থানকারী বিক্রেতা শহিদুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার দখল হতে ২০পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাকে গভীর রাতে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করেন।

জানুয়ারি ০৯, ২০২৩ at ১৯:০৭:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস