পদ্মা সেতুই নয়, মেট্রো রেল বানাতেও বাধা পেয়েছি : প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাজধানীর গণপরিবহনে মেট্রোরেলের সংযোজন যোগাযোগ ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মেট্রোরেল আমাদের সম্পদ। তবে পদ্মা সেতুর মতো এ মেট্রোরেল নির্মাণ করতে গিয়েও বাধা এসেছিল যা আমরা অতিক্রম করতে পেরেছি।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা জানান তিনি। প্রত্যেকটা কাজে বাধা দেয়া দেশের কিছু মানুষের চরিত্র উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শুধু পদ্মা সেতুই নয়, মেট্রোরেল বানাতেও বাধা পেয়েছি। সবকিছুতেই নেতিবাচক চিন্তা করা আর কাজে বাধা দেয়া দেশের কিছু মানুষের চরিত্রগত সমস্যা।

আরো পড়ুন:
> গায়ের রং বদলাতে পারে বিএমডব্লিউর নতুন গাড়ি!
> ধর্ষণ মামলায় যুবলীগের সাবেক নেতা গ্রেফতার

বিমানবন্দর এলাকার যানজট নিরসনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেয়া হবে। মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে। রাষ্ট্রীয় এই সম্পদের গুরুত্ব বুঝতে হবে।

জানুয়ারি ০৯, ২০২৩ at ১৬:২৮:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস