এসএসসি’র বৃত্তিতে এগিয়ে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

যশোর শিক্ষা বোর্ডের ২০২২ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বৃত্তি পাওয়ার দিক দিয়ে এগিয়ে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৩৩ জন ছাত্রী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১২ জন ও সাধারণ গ্রেডে ২১ জন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ বলেছেন নারী শিক্ষা এগিয়ে যাচ্ছে। ছাত্রীরা লেখাপড়ায় আরো বেশি আগ্রহী হচ্ছে। একারনে এসএসসি পরীক্ষায় বৃত্তিতে বেশি সাফল্য অর্জন করেছে। স্মার্ট বাংলাদেশ গড়ায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরো পড়ুন:
> টুঙ্গীপাড়ায় পৈতৃক জমি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
> রাণীশংকৈলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

এছাড়া জেলার অন্যান্য বিদ্যালয়ে শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছে। এতে সন্তোষ্ট শিক্ষকরা।

পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়
পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুলে ৮ জন ও সাধারণ গ্রেডে ১৮জন।

জিলা স্কুল
জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ২৩ জন ছাত্র। এর মধ্যে ট্যালেন্টপুলে ৮ জন ও সাধারণ গ্রেডে ১৫ জন।

যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল
যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে ৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুলে ১জন ও সাধারণ গ্রেডে ৮জন।

কালেক্টরেট স্কুল
কালেক্টরেট স্কুল থেকে এসএসসি পরীক্ষা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২ শিক্ষার্থী।

নিউটাউন বালিকা বিদ্যালয়
নিউটাউন বালিকা বিদ্যালয় থেকে এসএস পরীক্ষায় বৃত্তি পেয়েছে ২ ছাত্রী। এর মধ্যে ট্যালেন্টপুলে ১ ও সাধারণ গ্রেডে ১ জন।

নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট
নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট এসএসসি পরীক্ষায় সাধারণ গ্রেডে ২জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুল
মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুল এসএসসি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ১ জন।

জানুয়ারি ০৭, ২০২৩ at ২০:৪০:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস