বাগেরহাটে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে, এক কৃষকের মৃত্যু

ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধে মোজাহার মোল্লা (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারী) বেলা সাড়ে ১০ টার দিকে গজালিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে শেখ গ্রুপ ও মোল্লা গ্রুপের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

আরো পড়ুন:
> কালীগঞ্জে যুবলীগ নেতা রাসেলের দাফন সম্পন্ন
> কালীগঞ্জে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত গ্রহণ

আর ওই বিরোধের জের ধরে আলীপুর গ্রামের শেখ গ্রুপের রাসেল শেখ মহিদ শেখ (৩০) ও তুহিন শেখ (৩২) একই এলাকার প্রতিপক্ষ মোজাহের মোল্লা (৪৫) কে রামদা দিয়ে কুপিয়া হত্যা করে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিহতের মরদহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আর ঘটনা জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, এ জমি নিয়ে বিগত ৩ ও ১৬ ডিসেম্বর দুই দফা সংঘর্ষ হয়েছিলো। অথচ বিরোধের কোনো সমাধান করা হয়নি।

জানুয়ারি ০৭, ২০২৩ at ১৯:৩৮:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস