দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপেরপ্রথম বার্ষিক সাধারন সভা-২০২৩ সম্পন্ন

দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের প্রথম বার্ষিক সাধারন সভা-২০২৩ সম্পন্ন হয়েছে। ৭ জানুয়ারী শনিবার দিনাজপুর সদরের গোপালগঞ্জ বাজারস্থ আয়োজন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের প্রথম বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন ও বার্ষিক প্রতিবেদন পাঠ করেন কমিটির আহবায়ক মো. মোশাররফ হোসেন। বার্ষিক আয়-ব্যয়ের (২০২০, ২০২১, ২০২২) হিসাব পাঠ করেন এ্যাডহক কমিটির পক্ষে হাসিব উদ্দিন আহম্মদ (হাশিম)।

বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনা করেন এ্যাডহক কমিটির সদস্য যথাক্রমে আজিজুল ইকবাল চৌধুরী, মো. মোকাদ্দেসুর রহমান, মো. আনোয়ার হোসেন, জহির উদ্দিন আহম্মদ, সাদেকুল ইসলাম, সৌরভ আলী হিরা, মো. আমিনুল হক, মো. মোস্তাফিজুর রহমান, মতিউর রহমান, হিরা রায়, মো. খাতির আলী, মো. মনোয়ার হোসেন প্রমুখ।

আরো পড়ুন :
>পত্নীতলায় অসকস এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
>গোপালগঞ্জে ২৭টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো. মোশাররফ হোসেন। গীতা পাঠ করেন ণণী গোপাল রায়। উক্ত অনুষ্ঠানে সাধারন সভার ঘোষনা অনুযায়ী কল্যাণ তহবিলে সর্বোচ্চ ট্রাক প্রদানকারী ৩ জনকে (প্রথম স্থান মো. মতিউর রহমান, দ্বিতীয় স্থান মো. মোস্তাফিজুর রহমান কাঞ্চন ও তৃতীয় স্থান অধিকারী মো. খাদেমুল ইসলাম) সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত প্রথম বার্ষিক সাধারন সভায় এ্যাডহক কমিটির সকল সদস্যবৃন্দ অংশ নেন।

জানুয়ারি ০৭.২০২৩ at ১৭:১১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মআহ/এমএইচ