সুরাইয়া খাতুন মোহনা চিকিৎসক হতে চাই

সুরাইয়া খাতুন মোহনা ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে সাধারণ গ্রেডে বৃত্তিলাভ করেছে। সে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

সে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কৃষক সুরাত আলী ও গৃহিনী রোজিনা খাতুনের কন্যা। মোহনা ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি, ৮ম শ্রেণির জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ সাধারণ গ্রেডে বুত্তিলাভ করেছে। মোহনা ভবিষ্যাতে চিকিৎসক হয়ে সাধারণ গরীব, দুঃখী মানুষের সেবা করতে চাই।

আরো পড়ুন:
>Crash অর্থ কী?
>রহনপুর কলেজ মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সুরাইয়া খাতুন মোহনা জানায়, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির আমার বাড়িতে এসে আমার অনুপ্রেরণা ও সাহস দিয়েছেন এবং মামা ডা. জিল্লুর রহমান আমাকে সবসময় লেখাপড়ার জন্য অনুপ্রেরণা যোগায়। এছাড়াও বাবা-মা ও শিক্ষকমন্ডলীর সার্বিক সহযোগিতায় আমি এ ফলাফল অর্জন করতে পেরেছি। সুরাইয়া খাতুন মোহনা অবিষ্যাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

জানুয়ারি ০৬.২০২৩ at ১৬:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর