সারাদেশে সরবরাহ বেড়ার শীতকালীন সবজি

পাবনার বেড়া উপজেলার বিস্কৃত্নর্ণ এলাকা গুলোতে চলতি মৌসুমে কয়েক শ’বিঘা জমিতে চাষ হয়েছে বিভিন্ন প্রকার সবজি। গেল বর্ষা মৌসুমে পলি মাটি পড়ায় শীতকালীন সবজি ফসলের ব্যাপক উৎপাদন হয়েছে,লাভের মুখ দেখছেন সবজি চাষীরা। উপজেলার নাকালিয়া,চর সাঁড়াশিয়া ,হাটাইল,আড়ালিয়া,চর বেঙ্গালিয়া,চরনাগদাহ সহ চরের বিভিন্ন এলাকায় চাষীরা সবজি চাষ করেছেন। জানা যায়,সবজি আবাদ করে এ বছরে লাভবান হয়েছেন শানিলা গ্রামের কৃষক খালেক,জালাল বেপারী, চাকলা গ্রামের কাদের,চর নাকালিয়া গ্রামের কৃষক আজিজ মোল্লা, বাবু মোল্লা,হাটুরিয়া গ্রামের করিম সরকার,হেকমত আলী সহ অনেক সবজি চাষী।

কৃষকেরা আরও জানান, উপজেলার দক্ষিণ চর পেচাকোলা,চর নাকালিয়া,চর সাঁড়াশিয়া ,হাটাইল,আড়ালিয়া,চর বেঙ্গালিয়া সহ বিভিন্ন চরারাঞ্চলে এ বছর শীতকালীন ফসল টমেটো,ফুলকপি,বাঁধাকপি,লাউ,শিম, মুলা , বেগুন , পটল , লালশাক , পালংশাক, ডাঁটাশাক সহ বিভিন্ন সবজি ফসলের ব্যাপক উৎপাদন হয়েছে। এতে চাষিরা লাভবান হওয়ার পাশাপাশি হাট- বাজার গুলোতে প্রচুর পরিমাণ শীতকালীন সবজি আমদানি হওয়ায় মানুষ স্বল্প মূল্যে সবজি কিনে স্বস্তিতে নিঃশ্বাস ফেলছে ।

আরো পড়ুন :
>চৌগাছা প্রতিভা
>ভূঞাপুরের সড়কে বালুবাহী ড্রামট্রাকগুলো যেন মরণফাঁদ

চরাঞ্চলের চাষিররা বলেন ,এবছর প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হওয়ায় এলাকার চাহিদা মিটিয়ে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে সবজি পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন পাইকারী মোকামে। সবজি উৎপাদন প্রসঙ্গে বেড়া উপজেলা কৃষি বিভাগ থেকে জানা যায় , এ বছর উপজেলার হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়নের চরাঞ্চলে প্রায় ৬শ’ বিঘা জমিতে সবজির চাষ করা হয়েছে, যা আমাদের লক্ষ্য মাত্রার চেয়ে দ্বিগুণ। উৎপাদন বেশি হওয়ায় এলাকার চাষিরা অর্থনৈতিক ভাবে লাভবান হবেন বলে সবজি চাষীরা আশা করছেন।

ডিসেম্বর ৩১.২০২২ at ১৯:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হরহ/এমএইচ