পত্নীতলায় স্থানীয় প্রশাসনের সাথে পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময়

পত্নীতলায় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে সমিতির আওতাভূক্ত এলাকায় খাদ্য স্বংসম্পূর্ণতা অর্জন, আসন্ন সেচ মৌসুমে নতুন সংযোগ, পুনঃ সংযোগ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুমানা আফরোজের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চোরম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। শুভে” বক্তব্য রাখেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নির্বাহী প্রকৌশলী (জিএম) সন্তোষ কুমার সাহা।

আরো পড়ুন :
>ক্ষেতলালে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 
>ঝিনাইদহে যুবলীগ নেতা নয়নকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চোরম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চোরম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফতাব উদ্দীন, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান সহ নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।

খাদ্য স্বংসম্পূর্ণতা অর্জনে আসন্ন সেচ মৌসুমে নতুন সংযোগ, পুনঃ সংযোগ, নিরবচ্ছিন্ন নিরাপদ বিদ্যুৎ ব্যবহার, ট্রান্সফরমার সহ বৈদ্যুতিক সরঞ্জামাদি চুরি রোধ, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ, ওভার লোডে বিদ্যুৎ ব্যবহার না করা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

ডিসেম্বর ৩১.২০২২ at ১৭:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বচ/এমএইচ