তেঁতুলিয়ায় হাড় কাঁপানো শীত, তাপমাত্রা ৮ ডিগ্রিতে

ছবি- সংগৃহীত।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে কুয়াশার পরিমাণ কম থাকার পাশাপাশি সাড়ে ৮টা নাগাদ সূর্যের মুখ দেখা দিয়েছে। তবে উত্তরের হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণির খেটে খাওয়া মানুষ। কনকনে শীতের কারণে কাজে যেতে পারছেন না অনেকেই। তবুও পেটের তাগিদে কাউকে নদীতে পাথর তুলতে, কাউকে চা-বাগানে আবার কাউকে দিনমজুরের কাজ করতে যেতে দেখা গেছে।

এবার পঞ্চগড়ে বেশি শীত পড়েছে। গায়ে মোটা কাপড় জড়িয়েও শীত মানছে না। বাহিরে চলাফেরা করতে সমস্যা হয়। ‘কদিন ধরেই প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। এ অঞ্চল হিমালয়-কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি থাকায় শীতের মাত্রাও একটু বেশি হয়। সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল হাওয়ায় শীত নেমে আসে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত শীত অনুভূত হয়।

আরো পড়ুন:
>বিশ্ব ইতিহাস বদলে দিতে পারে ২০২২ সালের যে তিনটি ঘটনা
>প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা আর নেই

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রুকুনুজ্জামান সময় সংবাদকে বলেন, শুক্রবার সকাল ৬টায় তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হলেও কয়েক ঘণ্টার ব্যবধানে দশমিক ১ ডিগ্রি কমে সকাল ৯ টা ৮ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ডিসেম্বর ৩০.২০২২ at ১০:৪১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর