তাহিরপুরে ইয়াবার চালান সহ কারবারি আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শীর্ষ ইয়াবা কারবারি মাসুক মিয়াকে গ্রেফতার করেছে, তাহিরপুর থানা পুলিশ। ‘মাসুক মিয়া উপজেলার (উত্তর) বড়দল ইউনিয়নের মাহারাম গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।

পুলিশ সুত্রে জানাগেছে, বুধবার রাতে গোপন সংবাদের মাধমে বাদাঘাট পুলিশ ফাঁড়ির (তদন্ত) ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ উত্তর বড়দল ইউপির বিট। পৈলনপুর গ্রামের মিলন মিয়ার বসত ঘরে ক্রয়-বিক্রয় কালো ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটের চালান সহ মাসুক মিয়াকে আটক করেছে।

মাসুক মিয়াকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগী মিলন মিয়া সু-কৌশলে পালিয়ে যায়। আটককৃত ইয়াবা ট্যালেটের আনুমানিক মুল্য ৬০ হাজার টাকা।

‘পুলিশ ফাঁড়ির (তদন্ত) ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর হোসাইন মাসুক মিয়াকে গ্রেফতার ও মিলন মিয়াকে পলাতক আসামী দেখিয়ে তাহিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।’

আরো পড়ুন :
>পত্নীতলায় ১২তম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত
>পত্নীতলায় আইন- শৃংখলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করে দেশবাংলাকে বলেন, আটককৃত মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডিসেম্বর ২৯.২০২২ at ১৮:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর