আ.লীগের মনোনয়নপত্র কিনলেন মাহিয়া মাহি

ছবি- সংগৃহীত।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়নপত্র কিনেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়েছে। ওই আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে।

এর আগে বৃহস্পতিবার চিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চিত্রনায়িকা মাহিয়া মাহিকে মনোনয়নপত্র তুলতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন :
>গোমস্তাপুরে মূল্যবান মুদ্রা বিক্রয়ের নামে প্রতারনা চক্রের ৪ সদস্য গ্রেফতার
>ঝিকরগাছায় আ. লীগের সভাপতি মুকুলের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
>ঝিকরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরনের চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, সিনেমার এক নায়িকা (মাহিয়া মাহি) কাল বলেছে ‘আমি মনোনয়ন তুলতে চাই, আমি চাপাইনবাবগঞ্জ আসনে নির্বাচন করতে চাই।’ আমি নেত্রীর সাথে কথা বললাম। তিনি বললেন, ‘ওদের পরিবার তো আওয়ামী লীগ, ও তো আওয়ামী লীগ করে। ঠিক আছে ফরম তুলুক।

তাকে ফরম কেনার অধিকার দেয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

ডিসেম্বর ২৯.২০২২ at ১৭:৪২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর