ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু

ছবি- সংগৃহীত।

গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর গুলশান থানার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। অন্যদিকে এ মামলার অপর আসামি ইভ্যালির আরেক কর্মকর্তা মইনুল হককে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবী আহসান হাবিব বিষয়টি জানান।

এদিন শুনানিকালে রাসেলকে কারাগার থেকে হাজির করা হয়। আর মইনুল হক আদালতে উপস্থিত ছিলেন। শামীমা নাসরিন আদালতে হাজির হননি। তারপক্ষে সময় আবেদন করা হয়। তাদের পক্ষের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন।

আরো পড়ুন :
>গ্রামাঞ্চলের কোনো রাস্তাঘাটই কাঁচা থাকবে না আ.লীগ সরকারের আমলে
>পাইকগাছায় বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু
>মেট্রোরেল ভ্রমণ শেষ করলেন প্রধানমন্ত্রী

শুনানি শেষে অব্যাহতির আবেদন নাকচ করে রাসেল ও শামীমার বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। শামীমা নাসরিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মইনুল হকের অব্যাহতির আবেদন মঞ্জুর করা হয়। আদেশে বলা হয়, মইনুল হকের বিরুদ্ধে চার্জগঠনের কোনো উপাদান নেই।

এরআগে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় আরিফ বাকের নামে এক গ্রাহক প্রতারণা ও ৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রাসেল ও তার স্ত্রী শামীমার বিরুদ্ধে মামলা করেন। এরপর চলতি বছরের ২৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

ডিসেম্বর ২৮.২০২২ at ১৬:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর