মেট্রোরেল ভ্রমণ শেষ করলেন প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত।

বহুল প্রতীক্ষিত ‘স্বপ্নের বাহন’ মেট্রোরেলে আগারগাঁও স্টেশনে পৌঁছলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর মেট্রোরেল ছাড়ার মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে তা আগারগাঁও স্টেশনে এসে পৌঁছে। এর মাধ্যমে রাজধানীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণের পাশাপাশি যোগাযোগব্যবস্থার নতুন অধ্যায় সূচিত হলো।

আরো পড়ুন :
>বন্ধ হচ্ছে না যশোর রেজিস্ট্রি অফিসে ভৈরব-নূর-নবীর ঘুষ বাণিজ্য
>বাঘারপাড়া-অভয়নগরকে স্মার্ট উপজেলা গড়তে চান আরশাদ পারভেজ
>প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি

এর আগে দুপুর ১টা ৪৫ মিনিটে প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে মেট্রোরেলে ওঠেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টা ৫৫ মিনিটে উত্তরা উত্তর সেক্টর থেকে ছেড়ে যায়। এরআগে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত কোচের দরজায় ফিতা কেটে ট্রেনে ওঠেন প্রধানমন্ত্রী।

ডিসেম্বর ২৮.২০২২ at ১৫:০৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর