যশোর জেনারেল হাসপাতাল থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় দু’জন গ্রেফতার

ত ২৬ অক্টোবর সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সামনে মোটর সাইকেল চুরির অভিযোগে সন্দেহভাজন আসামী দু’জনকে গ্রেফতার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত চোরের বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের বারান্দী মোল্যাপাড়ার মৃত সিদ্দিকুর রহমান শেখ এর ছেলে শুকুর আলী ও পূর্ব বারান্দীপাড়া ১নং ওয়ার্ড হানিফ শেখ এর ছেলে বিপ্লব হোসেন।

আরো পড়ুন:
> ৫৬৫০০ টাকা বেতনে তাঁত বোর্ডে চাকরির সুযোগ
> যশোরে যুবলীগনেতা বিপুলের জন্মদিনে কোরআন খতম ও দোয়া মাহফিল

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, গত ২৬ অক্টোবর সন্ধ্যা ৭ টা ২০ মিনিট হতে ৭ টা বেজে ৫০ মিনিটে বাদি তার ব্যবহৃত নিজের নামে (ঢাকা মেট্টো হ-৬৫-৩৬৬৮) মোটর সাইকেল করোনারী কেয়ার ইউনিটের সামনে থেকে বাদির মোটর সাইকেল চুরি হয়ে যায়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়।

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা মোটর সাইকেল চুরির সাথে জড়িত শুকুর আলী ও বিপ্লব হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিসেম্বর ২৬, ২০২২ at ১৯:৩০:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস