যশোরে জেলি পুশ করা ৬০০ কেজি চিংড়ি জব্দের পর ধ্বংস

ছবি: সংগৃহীত

যশোরে জেলি পুশ করা ৬০০ কেজি চিংড়ি জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে একটি বাস থেকে ওই মাছ জব্দ করা হয়।র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন খবরের ভিত্তিতে রবিবার রাতে যশোর ক্যাম্পের এএসপি নাজমুল হক ও সদর উপজেলা মৎস্য অফিসার জয়নুল আবেদীনের সমন্বয়ে একটি আভিযানিক দল শহরের মনিহার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি করি।

আরো পড়ুন:
> সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে ভোটে হেরে টাকা ফেরত দাবি, তদন্তে পুলিশ
> শীতে চার কারণে চুল বেশি ঝরে

এসময় একটি বাস থেকে ককসিট ভর্তি ৬০০ কেজি চিংড়ি মাছ, ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা প্রমাণ পাওয়া যায়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সংশোধিত ২০০৯ এর ৪/৪ এবং ৩/৫ এর ধারা অনুযায়ী জব্দ করা চিংড়ি ধ্বংস করা হয়।

ডিসেম্বর ২৬, ২০২২ at ১৭:৪৮:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস