যবিপ্রবিতে শীতকালীন অবকাশ ৩ দিন 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) শীতকালীন অবকাশ শুরু হচ্ছে আজ সোমবার (২৬ ডিসেম্বর)থেকে। বুধবার (২৮ডিসেম্বর) পর্যন্ত মোট তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

গত ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো.আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।যবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ড.মো.আনোয়ার হোসেনের অনুমোদনক্রমে এই বিজ্ঞপ্তিটি যবিপ্রবির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আরো পড়ুন :
>লালপুর ও বাগাতিপাড়ায় তিন ভেজাল গুড় কারখানা মালিকের জরিমানা
>খ্রিস্টানদের বড়দিনে গির্জায় কুরআন রেখে নবী দাবি
>যশোর জনতা ব্যাংকের ঋণ জালিয়াতিতে কর্মকর্তারা প্রতারণাসহ, কৃষকদের হুমকি দিচ্ছে

শীতকালীন অবকাশ ২৮ ডিসেম্বর পর্যন্ত হলেও বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ৩১ ডিসেম্বর শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

ডিসেম্বর ২৫.২০২২ at ২০:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর