গাবতলী শষ্যের গাছ বিনষ্ট, থানায় অভিযোগ

বগুড়া গাবতলীর বুরুজ গ্রামে ২৫শতক শষ্যক্ষেত বিনষ্ট করে প্রতিপক্ষরা।

বগুড়ার গাবতলীতে রোপনকৃত ২৫শতক শষ্যক্ষেত বিনষ্টের অভিযোগ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৪ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামে। জানা গেছে, উল্লেখিত বুরুজ গ্রামের মৃত পিয়ারু প্রামানিকের ছেলে রবিউল ইসলাম নেপালতলীর কদমতলী মৌজায় ২৫শতক আবাদী জমিতে গত ২মাস আগে শষ্য রোপন করেন।

কিন্তু প্রতিপক্ষরা শনিবার দিবাগত রাতে রোপনকৃত ওই শষ্যক্ষেত মই দিয়ে বিনষ্ট করে। এ ঘটনায় ভুক্তভোগী রবিউল ২৫ডিসেম্বর বুরুজ গ্রামের মৃত গিয়াস উদ্দিন ফকিরের ছেলে আ: রহিম ফকির (৫৫), মৃত আফজাল প্রামানিকের ছেলে মিষ্টার (৩৫) এবং আনারুল ইসলামের ছেলে জনির (১৯) নাম উল্লেখ করে এবং ২/৩জনকে অজ্ঞাত বলে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরো পড়ুন :
>যশোর কালেক্টরেট ৪র্থ শ্রেণীর কর্মচারী নির্বাচনে, মতিয়ার সভাপতি ও আকমল সম্পাদক
>যশোরে ফেসবুকে ভুয়া বিজ্ঞাপনে চাকরি আটক ৭
>চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীকে খুন, আটক দুই

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা মডেল থানার এএসআই এনামুল হক বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডিসেম্বর ২৫.২০২২ at ১৭:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর