ভারতে সেনাবাহিনীর ট্রাক খাদে, ১৬ সেনা নিহত

ছবি- সংগৃহীত

ভারতের সিকিমে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনীর ১৬ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৩ ডিসেম্বর) সেনাসদস্য বহনকারী ওই ট্রাকটি এক গিরিখাতে পড়ে গেলে ওই ১৬ জন মারা যান। সিকিমে সেনা বহনকারী ট্রাক খাদে, নিহত ১৬

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনা বহনকারী তিনটি ট্রাকের একটি বহর উত্তর সিকিমের খাঁড়া ঢাল বেয়ে নামার সময় পিছলে একটি খাদে পড়ে যায়। এই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৩ জন জুনিয়র কমিশন্ড অফিসার এবং বাকি ১৩ জন সৈনিক। এ ছাড়াও এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

আরো পড়ুন :
>সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানাল আ. লীগ
>জন্মলগ্ন থেকে আ.লীগের সভাপতি-সম্পাদক ছিলেন যারা
>স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করবো

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ৩ টি ট্রাকের ওই বহর শুক্রবার সকালে উত্তর সিকিমের ছাতেন থেকে দাঙ্গুর দিকে যাচ্ছিল। পথিমধ্যে জেমা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। ঘটনাস্থল থেকে ৪ জন আহত সৈনিককে দ্রুত সরিয়ে নেয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে ৩ জন জুনিয়র কমিশন্ড অফিসার ও ১৩ জন সৈনিক নিহত হয়েছেন।

ডিসেম্বর ২৩.২০২২ at ১৬:৩৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর