কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

ছবি- সংগৃহীত

দেশের হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে কুড়া পক্ষীর শূন্যে উড়া সিনেমাটি। এর পুরোটা চিত্রায়ন হয়েছে দেশের বৃহত্তর হাওর অঞ্চল সুনামগঞ্জে।

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা কুড়া পক্ষীর শূন্যে উড়া।

আন্তর্জাতিক প্রতিযোগিতা: ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে সিনেমাটি যৌথভাবে সেরার পুরস্কার জিতেছে। উৎসবের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন :
>জমজমাট প্রচারণায় জেলার সবার দৃষ্টি এখন সুনামগঞ্জ প্রেসক্লাবের দিকে
>ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থেকে ইসি সরতে চায় কেন
>আন্দোলনের কৌশলে ভাঙল বিএনপির ২০ দলীয় জোট

সিনেমাটির পরিচালক বাংলাদেশের মুহাম্মদ কাইউমের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এ সময় পাশেই ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

দেশের হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে কুড়া পক্ষীর শূন্যে উড়া সিনেমাটি। এর পুরোটা চিত্রায়ন হয়েছে দেশের বৃহত্তর হাওর অঞ্চল সুনামগঞ্জে।

দেশে সিনেমাটি মুক্তি পায় ৪ নভেম্বর। এতে প্রধান দুই চরিত্রের অভিনয় করেছেন জয়িতা মহলানবীশ ও উজ্জ্বল কবির হিমু। একই বিভাগে স্পেনের আপন এন্ট্রি সিনেমাটি জিতে নিয়েছে সেরার পুরস্কার।

ডিসেম্বর ২৩.২০২২ at ০৯:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর