শরীয়তপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

শরীয়তপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে বুধবার বিকেল থেকে জেলার প্রতিটি উপজেলাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে সমবেত হন। এ ছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সুদান, তিউনিসিয়া ও ভারত থেকে এসেছে কয়েকটি জামাত।

আরো পড়ুন :
বাংলাদেশ হবে স্মার্ট, উন্নত ও ডিজিটাল: প্রধানমন্ত্রী
পাঁচবিবিতে পরিত্যক্ত জমিতে ফসল চাষে সফল কৃষক সিরাজুল
কল‍্যাণশ্রী প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান

সদর উপজেলার পালং ইউনিয়নের কানার বাজার এলাকায় ৮ একর জায়গায় এই ইজতেমার আয়োজন করা হয়েছে। উপজেলা ও ইউনিয়নভিত্তিক আলাদা আলাদা খিত্তা তৈরি করে দেয়া হয়েছে মুসল্লিদের জন্য। নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আগামী শনিবার (২৪ ডিসেম্বর) জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের জেলা আমির মাওলানা মিজানুর রহমান।

ডিসেম্বর ২২.২০২২ at ১৪:৪৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর