এবার বিরাট কোহলির সান্নিধ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ছবি: সংগৃহীত

একদিন পরেই শুরু হবে ঢাকা টেস্ট। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বিসিবি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনে ব্যস্ত সময় পার করেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। তাকে নিজেদের আঙিনায় পেয়ে ফ্রেমবন্দি হতে ভুল করেননি টাইগারদের আগামী দিনের তারকারা। বিরাট কোহলি তরুণ ক্রিকেটারদের কাছে এক আইকনের নাম। টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি; ক্রিকেটের সব ফরম্যাটেই বোলারদের জন্য আতঙ্কের নাম কোহলি। অভিষেকের পর থেকেই ব্যাট হাতে রানের ফোয়ারায় ভাঙছেন একের পর এক রেকর্ড। তার মতো পারফর্মার হতে পারাটা প্রতিটা ক্রিকেটারের জন্য স্বপ্ন। তার জনপ্রিয়তা ভারত ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। এমন একজন তারাকে কাছে পেয়ে তাই ফ্রেমবন্দি হয়ে নিলেন যুবা টাইগাররাও।

আরো পড়ুন:
> নাইজেরিয়া থেকে লুণ্ঠিত হওয়া ২০টি ব্রোঞ্জ মূর্তি ফেরত দিল জার্মানি
> অভাব ঘোচাতে পথে নেমে জীবন গেলো এক কিশোরের

বুধবার (২১ ডিসেম্বর) বিসিবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বিরাট কোহলির সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সদস্যদের বিশেষ মুহূর্তটি পোস্ট করে। ওই পোস্টের আরেকটি ছবিতে কুলদীপ যাদবের সঙ্গেও যুবাদের ছবি তুলতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে বিসিবি জানায়, বিসিবির জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আজ অনুশীলনের সময় ভারতীয় তারকা বিরাট কোহলি ও কুলদীপ যাদবের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশেষ মুহূর্ত।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। প্রথম ম্যাচ জিতে স্বস্তিতে থাকা ভারতীয় শিবির ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিতে ঘাম জড়িয়েছে অনুশীলনে। অন্যদিকে সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষায় বাংলাদেশ। গুঞ্জন আছে, দলে ফিরতে পারেন অফ ফর্মে থাকা মুমিনুল হক। দুই পেসার ইনজুরিতে পড়ায়, ঢাকা টেস্টে গতির ঝড় ওঠাতে হবে একা তাসকিনকেই। অভিষেক হতে পারে নাসুম আহমেদের। তবে, রোহিত শর্মার অনুপস্থিতি একেবারেই ভাবাচ্ছে না ভারতকে। তারা বরং নির্ভার সাগরিকার ফলাফলে। মিরপুরের উইকেটে টার্ন থাকলেও, দুই পেসার থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই দ্রাবিড় বাহিনীর।

ডিসেম্বর ২১, ২০২২ at ২১:৩৯:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস