কুষ্টিয়ায় তামাক ক্ষেতে মিললো যুবকের মরদেহ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরের বহলবাড়ীয়া থেকে জসিম উদ্দিন (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে বহলবাড়ীয়ার মল্লিকপাড়া গোরস্থানের পাশের ছোট আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জসিম বহলবাড়ীয়া সর্দার পাড়ার মৃত সরুল কবিরাজের ছেলে। তার গলায় একটি দাগের চিহ্ন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একজন কৃষক তামাক ক্ষেতে পানি দেয়ার জন্য মাঠে গেলে মাঠের মধ্যে পড়ে থাকা জসিমের মরদেহ দেখে চিৎকার শুরু করেন।

আরো পড়ুন:
> সহিত্য চর্চা জীবন প্রবাহ বেগমান করে: শাহনাজ সামাদ
> সুন্দরবন থেকে অপহৃত ১১ জেলে উদ্ধার

পরে স্থানীয়রা লাশটি দেখার জন্য মাঠে জড়ো হয় এবং পুলিশকে খবর দেন। মিরপুর থানার পুলিশ এসে জসিমের মরদেহ উদ্ধার নিয়ে যায়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, নিহত জসিম মাদক সেবন করতেন। তার গলায় কালো দাগের চিহ্ন আছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জসিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কে বা কারা কিভাবে জসিমকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। জিঞ্জাসাবাদের জন্য হানিফ একজনকে আটক করা হয়েছে। নিহত জসিমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডিসেম্বর ২১, ২০২২ at ১৮:৪৬:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস