ভূঞাপুরে তৃতীয় লিঙ্গের দোকানে দুর্ধষ চুরি

টাঙ্গাইলের ভূঞাপুরে মুদির দোকানে চালের টিন কেটে দুর্ধষ চুরি সংগঠিত হয়েছে। চোরেরা মঙ্গলবার দিবাগত গভীর রাতে পৌরসভার রেলস্টেশনের কাছে মানিকের মুদির দোকানে টিনের চাল কেটে প্রবেশ করে মালামাল নিয়ে যায়। ২০ ডিসেম্বর মঙ্গলবার রাতে ভূঞাপুর রেল স্টেশনের পাশে তৃতীয় লিঙ্গের মানিকের মুদির দোকানে এমন ঘটনা ঘটে। চোরেরা গভীর রাতে দোকান ঘরের টিনের চাল কেটে দোকান ঘরে প্রবেশ করে নগদ টাকাসহ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানান দোকান মালিক তৃতীয় লিঙ্গের মানিক।

মালামালের মধ্যে রয়েছে সয়াবিন তৈল, সাবান, সিগারেট, কসমেটিক সামগ্রি, ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। মানিক আরো জানান আমরা দুই বোন পালা বদল করে দোকান পরিচালনা করি । বুধবার সকালে দোকান খুলে উপর দিক থেকে আলো দেখতে পেয়ে তাকিয়ে দেখি চালের একটি টিন খোলা। পরে দেখি দোকানে মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং তাকের ও মেঝের অর্ধেকের মত মালামাল দোকানে নাই। আমরা নারী হওয়া রাতের বেলা দোকানে থাকি না। মানিক জানান এ বার দিয়ে তিন বার চুরি ঘটনা ঘটল।

এ ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে বুধবার সকাল ৬ টার দিকে বীরহাটির আসকর আলী প্রকৃতির ডাকে বাহিয়ে গেলে রেল লাইনের পাশে দুইজন ব্যক্তি বস্তায় মালামাল নিয়ে যাচ্ছে দেখতে পান। পরে তাদের পরিচয় জানতে চাইলে একজন বামনহাটা গ্রাম অপর জন যমুনা সেতুর পাশে থাকেন, পরিচয় দেন। এর এক পর্যায়ে দুই বস্তা মালামাল ফেলে তারা পালিয়ে যায়। মালামাল উদ্ধারের পর আসকর দোকান মালিক মানিকের নিকট নিয়ে গেলে মালগুলো তার দোকানে চুরি যাওয়া বলে স্বীকার করেন এবং অর্ধেক মালও সেখানে নেই বলে জানান মানিক।

আরো পড়ুন :
>লালপুরে কাঁচা রাস্তা পাকা করন কাজের উদ্বোধন করলেন এমপি বকুল
>জানাজায় বিএনপি নেতার হাতকড়া খুলে দিলে ভালো হতো: তথ্যমন্ত্রী
>চাকরির দাবিতে সনদধারীদের শাহবাগে অবরোধ

মুদির দোকানে চুরির সংবাদ পেয়ে বাজার বনিক সমিতির সভাপতি শাহজাহান কবীর লিটন সেখান যান। তিনি বলেন এ দোকানে মাঝে মাঝে চুরির ঘটনা ঘটছে কেন বুজতে পারছিনা। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাজার বনিক সমিতির সহসভাপতি আব্দুস সালাম জানান খবর শুনে সকালে ওই দোকানের কাছে আমরা যাই। যাওয়ার পর দোকানে চালের টিন কাটা দেখতে পাই।

পরে দোকানের মালিক আমাদেরকে চুরির ঘটনার বিশদ বর্ননা জানান। এরা ছাড়াও এলাকার অনেক লোকজন সকালে ওই দোকানের চুরি ঘটনা দেখতে ভিড় জমায়। এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার এস আই মো. লিটন জানান দোকানে চুরি যাওয়ার ঘটনায় সংবাদ পেয়ে সেখানে যাই। চালের টিন কেটে চুরির ঘটনা সত্যতা পাই। তবে এ ঘটনায় এখন মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ডিসেম্বর ২১.২০২২ at ১৭:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর