কালীগঞ্জে সন্তান ফজলুর রহমান যশোর শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত

বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর সদর উপজেলার কমিটিতে কালীগঞ্জের সন্তান মো. ফজলুর রহমানকে সভাপতি নির্বাচিত করায় রাজনৈতিক ও সামজিক সংগঠনসহ বিভিন্ন স্তরের মানুষ অভিনন্দন জানিয়েছেন। শিক্ষক মো. ফজলুর রহমান যশোরের ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়া গ্রামের মো. আনছার আলীর ছেলে।

২০১৩ সালে তিনি ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। এর আগে তিনি কালীগঞ্জ শহরের শোয়াইবনগর কামিল মাদরাসার সহকারী শিক্ষক হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়া শিক্ষক ফজলুর রহমান একাধিকবার উপজেলা ও জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।

আরো পড়ুন :
>ঠাকুরগাঁওয়ে রেইনবো অত্যাধুনিক ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
>যশোর পরিবেশ অধিদপ্তরে নানামুখী কর্মকাণ্ড নিয়ে প্রশ্নবিদ্ধ
>চৌগাছার ৪ উপ-স্বাস্থ্য কেন্দ্রের পরিচ্ছন্নতাসহ বর্জ্য ব্যবস্থাপনায় খরচ কোটি টাকা, জানেন না সংশ্লিষ্ট কর্মকর্তাগণ!

গত বৃহস্পতিবার ফজলুর রহমানকে সভাপতি ও ফুলবাড়িয়া ছিদ্দিক আওলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল আলিমকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। যশোর শহরের সিসিটিএস মিলনায়তনে অনুষ্ঠিত এ ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটি ঘোষনা করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আহসান হাবীব।

ডিসেম্বর ২০.২০২২ at ২১:০২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর