পত্নীতলায় বিজিবি দিবস পালিত

প্রতিনিধি- বর্ডার গার্ড বাংলাদেশ (১৪ বিজিবি) পত্নীতলায় ব্যাটালিয়ন এর আয়োজনে বিজিবি দিবস/২২ উদ্যাপন উপলক্ষে খেতাব প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা/উত্তরাধিকারীদের সংবর্ধনা এবং কেক কাটা শেষে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (১৪ বিজিবি) পত্নীতলায় ব্যাটালিয়নের কার্যালয়ে ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) লেঃকর্নেল মো. হামিদ উদ্দিন, পিএসসি আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে দিবসের শুভ সূচনা করার পর খেতাব প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা/উত্তরাধিকারীদের অতিথিবৃন্দ সংবর্ধনা প্রদান করেন।

আরো পড়ুন :
>ঝিনাইদহে চলছে রমরমা মাটি বিক্রির মহাউৎসব
>কিশোরগঞ্জ তাড়াইলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
>অষ্টম শ্রেণি পাসে চাকরি দেবে শাবিপ্রবি

এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রুমানা আফরোজ, পত্নীতলায় সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দীন, বীরমুক্তিযোদ্ধাগণ, কর্মকর্তা, সুধীজন প্রমুখ। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

ডিসেম্বর ২০.২০২২ at ১৯:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর