করোনার চতুর্থ ডোজ দেয়া শুরু আজ

ছবি- সংগৃহীত

দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার চতুর্থ ডোজ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় সারা দেশে একযোগে এ কার্যক্রম শুরু হয়। এদিন সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করোনা টিকার চতুর্থ ডোজ কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির। পূর্ব ঘোষণা অনুযায়ী, চতুর্থ এ ডোজ দেয়ার কার্যক্রমে দুই সপ্তাহের পর্যবেক্ষণ শর্ত থাকছে না। অর্থাৎ ২০ ডিসেম্বর নিয়মিতভাবেই চলবে টিকা কার্যক্রম।

প্রথম ধাপে পাঁচ-শ্রেণির মানুষ পাবে দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজের টিকা।

স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডোজ প্রাপ্তির পর চার মাস অতিবাহিত হয়েছে এমন নিম্নলিখিত ব্যক্তিদের চতুর্থ ডোজ দেয়া যাবে। টিকা প্রদানে ৬০ বছর এবং তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠী অগ্রাধিকার পাবে। ২০২১ সালের ২৭ জানুয়ারি দেশে প্রথমবারের মতো করোনা টিকার প্রয়োগ শুরু হয়।

আরো পড়ুন :
>নতুন শিক্ষাক্রমে শিক্ষক প্রশিক্ষণ মাত্র পাঁচ দিন!
>ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একদিনে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু 
>আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন করিম বেনজেমা

একই বছরের এপ্রিলে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়। এরপর চলতি বছরের ১৯ জুলাই বুস্টার ডোজ দেয়া শুরু হয়। এখন পর্যন্ত ১৪ কোটির বেশি মানুষ প্রথম ডোজ টিকার আওতায় এসেছেন। এ ছাড়া সাড়ে ১২ কোটি মানুষ দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ পেয়েছেন ৬ কোটির বেশি মানুষ।

ডিসেম্বর ২০.২০২২ at ১০:০৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর