ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একদিনে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু 

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় এক দিনে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার হাজিপুর ইউনিয়নের একান্নপুর ও মালগাও গ্রামে এ ঘটনা ঘটে। হাজিপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাজিরুল জানান, সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার একান্নপুর গ্রামের সলেমান আলীর মানষিক ভারসাম্য হীন ছেলে রাসেল শয়ন ঘড়ের তীরের সাথে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগায়। তার বৃদ্ধ মাতা দেখতে পেয়ে চিৎকার করে।

আরো পড়ুন :
>আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন করিম বেনজেমা
>যশোরে ক্ষুদে শিক্ষার্থীদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে হারালো বাংলাদেশ
>ভূমি অধিগ্রহণ ও যন্ত্রপাতি কেনা স্থগিত করলো সরকার

চিৎকার শুনে এলাকার লোকজন এসে রাসেলকে ফাঁস থেকে নামিয়ে চিকিৎসার জন্য পীরগঞ্জ হাসপাতালে পাঠানোর সময় পথি মধ্যে তার মৃত্যু হয়। অপরদিকে একই দিন বিকালে মালগাও গ্রামের শামসুল হকের ছেলে সুজনের ঝুলন্ত মরদেহ বাড়ির পাশে একটি আম বাগানের ঘড় থেকে উদ্ধার করেছে পুলিশ। সুজন রবিবার থেকে নিখোঁজ ছিল। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, উপজেলায় একদিনে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ডিসেম্বর ২০.২০২২ at ০৯:৫৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর