যশোরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বিজয় কনসার্ট অনুষ্ঠিত

যশোরে বিজয়ের ৫১তম বর্ষে পদার্পন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) শহরের দড়াটানা চত্ত¡রে সংগঠনটির উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টুর সার্বিক ব্যবস্থাপনা কনসার্টটি অনুষ্ঠিত হয়। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন প্রধান অতিথি হিসেবে কনসার্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু ও উপদেষ্টা আবুল হোসেন খান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সহ-সভাপতি এস এম রবি সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর আজাদের সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি আসাদ আসাদুজ্জামান, নুরুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আজিম উদ্দিন, শফিকুল ইসলাম শফিক, তৌয়ব হোসেন, ডা. মরিয়ম বেগম ও আজিজুর রহমান রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইনছার আলী, বিলকিস সুলতানা সাথী, রাকিব উদ্দিন বাবুল, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান।

নূর ইসলাম আলো ও রাসেল রানা, প্রচার সম্পাদক কামরুল হাসান বিপ্লব, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সংগীত সম্পাদক আমিন মাহামুদ বাবু, ছাত্র সম্পাদক আরিফ হোসেন, নাট্য সম্পাদক রুমানা আক্তার রিয়া, সমাজ কল্যাণ সম্পাদক ওমর আলী, তথ্য ও গবেষণা সম্পাদক রুহুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার ডলি, ক্রীড়া সম্পাদক মোসলেম ইসলাম বাবু, গ্রন্থ ও পাঠাগার সম্পাদক মঈন উদ্দিন, আবৃত্তি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম বিপুল, শ্রম বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, চলচিত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল।

আরো পড়ুন :
>ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, দুই চেয়ারম্যান প্রার্থীসহ আহত- ২০
>চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দুর্নীতির চাদরে মুড়িয়ে রেখেছে ডাঃ লুৎফুন্নাহার
>ঝিকরগাছায় শ্রমিকলীগের বিজয় উৎসব

যুব সম্পাদক জাহিদ হোসেন, স্বাস্থ ও পরিবেশ সম্পাদক সোহেল রানা, পরিকল্পনা সম্পাদক জিতু সাহা, নৃত্য সম্পাদক রোকেয়া পারভীন রুকি, নির্বাহী সদস্য মাহাবুবুর রহমান মৃদুল, বাবর আলী, মতিয়ার রহমান, সাহেব আলী, আলমগীর হোসেন, আবুল কাশেম মুন্না, আব্দার রহমান, মাসুদ রানা, শহিদুল ইসলাম, শামীম মির্জা, রাশেদুল হক, তৈহিদ আজীজ জনি, হাসান কবীর রিমন, আইভি আক্তার লিলি, নূর জাহান বেগম, আলাউদ্দিন হোসেন, সদর উপজেলা শাখা সভাপতি অ্যাডভোকেট সোহারাব হোসেন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান টিটো, পৌর শাখা সভাপতি সোহাগ বিশ্বাস ও সাধারণ সম্পাদক জনি কুমার দাস তপু। অনুষ্ঠানে যশোরের নামিদামি শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক সংগীত পরিবেশিত হয়।

ডিসেম্বর ১৯.২০২২ at ১৯:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর