যশোরে পুলিশ ও ডিবির পৃথক অভিযানে গ্রেফতার-৫

ছবি: সংগৃহীত

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি),নরেন্দ্রপুর ও ইছালী পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে গাঁজা বেচাকেনার অভিযোগে ৪জনকে ১ কেজি সাতশ’ গ্রাম গাাঁজা ও দেড়শ’ গ্রাম ইয়াবা উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৫জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের সিটি কলেজপাড়া বৌ বাজার বর্তমানে সদর উপজেলার হামিদপুর সোহাগের বাড়ির ভাড়াটিয়া মৃত হামিদ সরদারের ছেলে ইলিয়াস,সদর উপজেলার বালিয়াডাঙ্গা মালোপাড়ার মৃত ফজলুর রহমান টুটকি’র স্ত্রী মোছা. সাথী বেগম।

একশ’ ত্রিশ পিস ইয়াবাসহ শহরের সিটি কলেজপাড়া বর্তমানে সদর উপজেলার হামিদপুর সোহাগের বাড়ির ভাড়াটিয়া ইলিয়াস,সদর উপজেলার ঝুমঝুমপুর উত্তরপাড়া গ্রামের আলী আহম্মেদের ছেলে ইসমাইল হোসেন মিঠু,সদর উপজেলার গাঁওঘরা গ্রামের রুহুল আমীনের ছেলে মুন্না মোল্যা ও সদর উপজেলার চাউলিয়া (মধ্যপাড়ার ) মৃত ইব্র্রাহিম মোল্লার ছেলে আজিজুর রহমান। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, ক্যাম্পের সদস্যরা রোববার সন্ধ্যা আনুমানিক ৭ টায় ক্যাম্পের ওই পুলিশ কর্মকর্তা আজিজুর রহমানকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে, ইছালী পুলিশ ক্যাম্পের সদস্যরা সোমবার সন্ধ্যা সাড়ে ৫ টায় সদর উপজেলার গাঁওঘরা গ্রামের মিরাজ হোসেনের চায়ের দোকানের সামনে থেকে মুন্না মোল্লাকে গ্রেফতার করে।

আরো পড়ুন:
> যশোর কুইন্স হসপিটালে জি.ই. হেলথ কেয়ার এর সেমিনার
> যশোরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বিজয় কনসার্ট অনুষ্ঠিত

এ সময় তার দখল হতে ২০পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া, জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় সদর উজেলার ঝুমঝুমপুর গ্রামের জনৈক ইসমাইল হোসেন মিঠুর বসত বাড়ির ছাগলেল ঘর হতে ইসমাইল হোসেন মিঠুকে গ্রেফতার করে। এ সময় এক কেজি গাঁজা উদ্ধার করে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি ) পুলিশ রোববার সন্ধ্যা রাতে সদর উপজেলার হামিদপুর মোহাম্মদ পাড়ার বাড়ির সামনে থেকে মোছাঃ সাথীকে গ্রেফতার করে। এসময তার দখলহতে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। জেলা গোয়েন্দা শাখা রোববার বিকেলে শহরের বাবলাতলা গ্রামের অনিক ভ্যারাইটি স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে ১শ’ ৩০ পিস ইয়াবাসহ ইলিয়াস নামক এক যুবককে গ্রেফতার করে।

ডিসেম্বর ১৯, ২০২২ at ২০:১৯:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস