ঝিকরগাছায় শ্রমিকলীগের বিজয় উৎসব

যশোরের ঝিকরগাছায় শ্রমিকলীগের আয়োজনে বিজয় দিবস উদযাপিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা। রবিবার (১৮ ডিসেম্বর) ঝিকরগাছা উপজেলা শ্রমিকলীগের নেতাকর্মীরা আয়োজনটি করেন। এতে প্রধান অতিথি ছিলেন চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. নাছির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সদস্য জবেদ আলী, ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান মুসা।

প্রধান বক্তা ছিলেন যশোর জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক আব্দুল কাদের, সাবেক ক্রীড়া সম্পাদক নাসিমুল হাবিব শিপার, সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, পৌর শাখা সভাপতি জাহাঙ্গীর কবির, জেলা যুবলীগের সহ-সভাপতি আহাজার আলী, ঝিকরগাছা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিমুল হক সালাম, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।

আরো পড়ুন:
>ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
>৩৬৫ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে উন্নীতকরণ যশোরের দুই মহাসড়ক বুধবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
>ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ঝিকরগাছা উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জাহাঙ্গীর সরদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চলনা করেন যুগ্ম-আহবায়ক মাহাবুব হাসান বরি। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত সংগীত শিল্পী সাথী, হাসান বাউল, কৌতুক সম্রাট শাম্পু টুকু। সংগীতের পরিচালনায় ছিলেন ওবায়দুল রহমান ও মিতালী ভয়েজ।

ডিসেম্বর ১৯.২০২২ at ১৯:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর